Khoborerchokh logo

কুষ্টিয়ায় ত্রাণের চাউল চুরি নিয়ে আদালতের মামলা । 145 0

Khoborerchokh logo

কুষ্টিয়ায় ত্রাণের চাউল চুরি নিয়ে আদালতের মামলা ।

কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
  কুষ্টিয়া দৌলতপুর উপজেলা মরিচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এক সদস্যের বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত মামলা করেছে। মামলার আসামি হলো চেয়ারম্যান শাহ আলমগীর ও সদস্য শারমিন সুলতানা।
মঙ্গলবার কুষ্টিয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন এর আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি করে। মামলাটি তদন্ত পূর্বক আগামী ২৪ শে জুন ২০২০ তারিখের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায় গত শনিবার কুষ্টিয়ার একটি অনলাইন নিউজ পোর্টালে ও একটি ঢাকা ভিত্তিক বাংলা সংবাদ এর মাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে কুষ্টিয়ার ইউনিয়ন পরিষদের সদস্য শারমিন সুলতানা তার নিজের ও পরিবারের অন্যদের নামে ভিজিডি এবং ও এম এস এস এর কার্ড জালিয়াতির মাধ্যমে গত ১৫ মাস আত্মসাৎ করে আসছে।
প্রতিবেদনে বিস্তারিত বলা হয় যে ইউনিয়ন ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শারমিন সুলতানা নামের মহিলা বিষয়ক অধিদপ্তর ভিজিডি কার্ডের পত্রিকায় প্রতিবেদন কাছে স্বীকার করেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের অন্য সদস্যরাও নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে একাধিক ভিজিডি কার্ড করে নিজেদের মধ্যে সরকারি চাল ভাগবাটোয়ারা করে নিচ্ছেন বলে এলাকাবাসী অভিযোগ করেন।প্রতিবেদন হতে জানা যায় নাম প্রকাশে অনিচ্ছুক ইউপি সদস্যরা জানিয়েছেন যে নিয়ম অনিয়ম যা কিছুই হোক না কেন তা ইউপি চেয়ারম্যানের যোগসাজশে এসব হয়ে থাকে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com